একলা ঠোঁট
কতজন্ম ছুঁল!
প্রান্তর একলা হাঁটে
নিজস্ব অক্ষরে ধুলো!
ছায়ার প্রচ্ছায়া হৃদয় জুড়ে
নরম-অবরোধ ছন্নছাড়া!
নিজের তর্পণ!
মানুষ-রংয়ের বাঁশি,গল্পে বিশ্বাসী
একজন কেউ ভাসতে থাকে,ছায়ামূর্তি
শতাব্দী-প্রাচীন সমাজহারা
মধ্যরাতে বৃষ্টি ভেজা রোদ
পদ্য লেখে প্রত্নপ্রাণ,ভুল জলে
একাকী ভ্রমণ!!
        -স্বপ্নময় স্বপন©