দৃশ্যের বাহিরে
নিতান্ত কাঙাল স্বভাবে
নিজস্ব দেয়াল
একা নীরন্ধ্র অন্ধকারে
আলোর বিন্দুগুলির আর্ত আকাঙ্ক্ষায়
মুক্তিলাভের চেষ্টা
এখন জলে ধ্বস্ত অগ্নি
দারুণ কালো অবয়বে
রাত্রি দীর্ণ করি কঠিন পরিহাসে
সুগন্ধ জীবন স্বপ্ন লুকিয়ে
অর্ধমানবের ভিত্তি খুঁড়ে
দুঃখী মানুষের হাঁটুর মাথা
বালিমাটি ভরা ডিমের মধ্যে শুয়ে
বেশি বিমর্ষ
লক্ষ বছরের সিঁড়ি ভেঙে উপেক্ষিত
বুকের চোরাবালি
মেঘবালিকার জলহাওয়া
জলের দোষে শুকিয়ে গেলে
জরায়ু-কলস  দুঃখিত
শুধু জমে থাকা অন্ধকার
বৃত্তপথের দীর্ঘাকার প্রভা নিয়ে
শূন্যে থেকে দূরতম শূন্যে সরে
জ্যোতিষ্ককোটর
ধীরে ধীরে দৃষ্টি থেকে
দৃশ্যের বাহিরে...
                  -স্বপ্নময় স্বপন©