“কি অদ্ভুত পিপাসা আমার !
ঠোঁটে ঠোঁট রেখে কতবার
চুম্বনের  শিল্পিত গুপ্ত চোখে
টেনেছি দশমিকের যোগফল”...


মরুর তৃষ্ণা নিয়ে জল ঠোঁট
ছুঁয়ে গেলে শ্যামবালিকার হাসি
হাহাকার করে পিপাসার কোলাহল


কম্পিত ঠোঁট  যেখানেই রাখো
গন্ধময় হবে শিশিরের বলয় বৃন্তে
রক্তের  অন্তহীন উঠোনে


দিগন্তের নীল ঝরনার জলে
নিষিদ্ধ শব্দের শরীর স্বপ্ন দ্যাখে
চাঁদের এঁটো গ্লাসে ধ্রুপদী ঠোঁট মেঘেদের
নিয়মিত চুমু!


চিবুকের রঙ খসে পড়ে বাসি ঠোঁটে
ঠোঁটে ঠোঁট রাখলেই পিতৃঘাতী শব্দের শরীর
হু হু করে জ্বলে সঙ্গম-লিপ্সায়!


কাব্যের ওষ্ঠে ঠোঁট  নেড়ে  নেড়ে
সর্বভূক ঠোঁট  ছুঁয়ে যায়  বৃষ্টির মানসপটে
পিপাসার  জিভের লালায় গড়িয়ে পড়া
এক আশ্চর্য সঙ্গম-স্মৃতি!”
                  -স্বপ্নময় স্বপন©