(মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলী)
বিজয়কে আমরা বড্ড ভালোবাসি!
জননীর মৃততিকায় সবাধীনতার জোছনায়
মনে ভাসে এই দেশ, বেদনা, আর্তনাদ  বিপ্লবীদের যাতনা
জীবনে যা ঘটে তা শিলপ নয়,কবিতাও না,
বিজয় সুরের মায়াজাল মন্ত্রবলে
আমরা স্বপ্নাচ্ছন্ন হয়ে পড়ি
বিজয়ের রেকর্ড বাজিয়ে
প্রেমিকার মান ভাঙি
আমাদের ঘর জুড়ে গালিচার ঘাস
ফোমের বিছানায় ডোবানো শরীর
আমরা ঘুমাই
আলোর ভোরে আমাদের স্বপ্নগুলো
আগুন ঝরা সূর্যরথে চড়ে.
হারিয়ে ফিরে না আর নীড়ে
আমরা কি এই বিজয় চেয়েছিলাম
ভালোসার আবেগ জলের প্লাবন হৃদয়ের সমুদ্রে
স্বপ্নগুলো আত্মহারা কাঁদছে অন্তঃপুরে
কদর্য  জরাগ্রস্ত পৃথিবীতে দুঃসময়ে মুখোমুখি
অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী
তুমি আমার  আমার তুমি
এই যা ঘটি-বাটি সম্বল আমাদের
সংগোপনে কথামালা শ্রাবণ
এই জন্য কি আমরা বিজয় এনেছিলাম...
তুমিও জানো,আমিও জানি!
                  -স্বপ্নময় স্বপন©