মৃদু কম্পন।
গম্ভীর ঘণ্টাধ্বনি
জানলাগুলো তোমার দিকে তাকিয়ে
পাঁজরের পাপ
স্বীকার করতে পারছ না
তুমি কিছুতেই
লজ্জার পিছুটানে
সেকেলে জগত্টা ক্লান্ত করছে তোমাকে
অন্ধেরা পিঁপড়ের মতো
বৃষ্টির ভেতর
ফুটপাতের আলোর প্রতিফলনে
হাত–পা ছুঁড়তে ছুঁড়তে
নিম্নগামী কালো জলে
জিব নাড়াই, থুতু ছেটাই
আফিমওয়ালী বাঁধে, ভোলায়ও বটে
ঈশ্বরের অসাধারণ স্বপ্ন
প্রকৃতির চেয়ে নিকৃষ্ট!
             -স্বপ্নময় স্বপন©