"রাত-রাত-রাত...
না আলো না অন্ধকার
তালুতে আমার
জল জল জল..
রাতের শরীর উথাল পাথাল তোলপাড়
সন্ধিলগ্ন দামিনী – বিলাসে,
স্বয়ংবর পদ্মে অনম্বর যামিনী
ব্রহ্মার অঙ্কে সহবাস
গন্ধম শোঁকে উন্নাসায়
বিম্ব-লাল সুন্দরী
রক্তের গবাক্ষ পথে ভেসে যায়
শিল্পের নিয়তি
উরোজে তোমার
নিস্ফণক বিষহরী!
আদি-সম্ভোগ রসে রাসকেলি
কামরূপী যূনী অয়ি,
উত্তিষ্ঠিতু মনবিকলনে
রাতের গুহায়
প্রসব-ব্যথায়
জমি কাতরায়
সৃপ-চোখে
নবোঢ়ার আদি ঘুম
উরসের রস
প্রমোদের প্রমাদে
আগুনে গব্যঘৃত
ভস্মেমাংসে বহুলাংশে
পাপে প্রেমে
জ্ঞানে ধ্যানে
পুনশ্চ ভুমিস্থ
অভূত ভূত অনলের
গূঢ় দেহতত্ত্ব!"
    -স্বপ্নময় স্বপন©