শিল্পীর রঙে ছবি
মনের কানন শুন্য আজি
চৈত্রদাহে ছায়া ,ভৈরবী রাগে
কাঁঠালী চাঁপার ঘ্রাণ মনের সূর্য্য ম্লান
বসন্ত নেই, বর্ষণ নেই,নেই সবুজ বৃক্ষছায়া
শ্বাপদ আকারে শ্মশান শকুনে ক্ষত বিক্ষত
বক্ষ পাঁজরে
এতটুকু সুখ বুকের অলিন্দে,স্নিগ্ধতা ছুঁয়ে
প্রেম, থাকো তবু কল্পনায়
প্রণয়স্তুতিতে তুমি আসবে বলে
বৃষ্টির প্রতীক্ষায়
চিত্ত সুখ – বিত্ত সুখ, প্রেমে মাখামাখি স্বর্গসুখ
স্বপ্ন-ডানার হৃদয় জুড়ে ক্লান্ত দুখ
অন্তর্দহন  অবিনাশী স্বপন
ইন্দ্রের জাল মায়াবী গভীর তোমাকে নিয়ে…
মায়াবী চাঁদরে  নিশীথ শাওন
জন্মালেই বয়স বাড়ে , বাড়ে  ভাবনা ... জীবনে
জলের প্রয়োজন!
-স্বপ্নময় স্বপন©