তোমার সীমান্তে কাঁটাতারের বেড়া
স্মরণযোগ্য স্মৃতিকাতর অদর্শন তৃষ্ণা
পৃথিবীর মানচিত্রে সীমাহীন দুর্বিপাকে
দেশান্তরী
হৃদপত্রে জলের কারুকাজ
আমার দু’চোখে বৃষ্টির মতো ঝরে অন্ধকার
অসংলগ্ন স্মৃতির আদ্যক্ষরে মাটির মলাট
যতক্ষণ প্রেমে পড়ে থাকি,উত্তেজিত মাছের মতন
রংধনুর পালকে ভাসমান
স্মৃতির জলাশয়ে ডুবে ব্যক্তিগত শোকে
তন্ময় চেয়ে থাকি
বিধ্বস্ত জীবন বিষাদগ্রস্ত মন ভুলে গ্যাছে
হারানো দিনের স্মৃতি, ডাকঘর ও চিঠি এবং রুমাল
এই বয়সে,এই নগণ্য কবির হৃদ মাঝারে কে আর বলো
নাড়বে রুমাল...
          -স্বপ্নময় স্বপন©