দ্বেষ-ভর্তি প্রেতাত্মার
কলুষ বুকে- মধু ঝরে
মধুময় অধরের ফাঁকে
গুপ্ত শলা
পথে পথে কাঁটা বিছানোর  নক্সা
পথচ্যুত শুভবোধ সুশীলের!
নক্ষত্রের   বিষাক্ত ভস্মে
ক্ষোভ-হতাশার বিদ্যুচ্ছটা
পথের অলক্ষে
লক্ষাধিক লোহিত কণার
অন্ধকার!
এখানেই  পথে পথে
অবিশ্রান্ত প্রহর কাটান
জবুথবু  ঈশ্বর!
প্রিয়তমা হেঁটে গেছে  এই পথে
যে পথে কৌলীন্য, ভাঙছে
হৃদের পাঁজর!
আজো তাই পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণগহ্বরে
কামনায় প্রেম খুলে হৃদয়-বাঁধন!
এখানেই আমি এক অনাগত আগামীর
অন্য এক পৃথিবীর তুচ্ছ প্রকৃতি-ভ্রুকুটি তলে
উন্মাদ আঁধারে ছড়িয়ে দেই
হৃদয়ের স্পন্দন!
          -স্বপ্নময় স্বপন©