হাস্য বদন মেলতে ঠোটে
বিশ্ব বাগান সব,
আয় না ছুটে দিক-বিদিকে
তুলতে কলরব।


দে এলিয়ে পরশ পেতে
অবশ করা গা,
ক্লান্তি নেশে দূর করিবে
সতেজ বটের ছা।


ঘুর্নি বাতাস উড়িয়ে ঘুরিয়ে
শুকিয়ে আনে চুল,
স্মৃতির মায়ায় পূর্ণ করে
এলোমেলো ভুল।


কখনো বা উর্মী মালা
ছাপায় নদীর কূল,
মেঘ করেছে ঈশাণ কোনে
চকর কাটা ফুল।


সাপের দেহের মত বাঁকা
চলতে গলি পথ,
দুধারে তার ঘাস ফড়িংয়ে
দেখায় নদী-নদ।


শাঁ শাঁ স্বরে চলার গতি
কোমল পরিবেশ।
এই মহলে স্মৃতির তরী
রইল তারি রেশ।