শীত এসেছে ভাটুইবাড়ি
দেখবি তোরা কে কে?
হিমের পাহাড় উল্টে এলো
কেমন করে জেঁকে।

নদের কাকার গায়ের ওপর
সারি সারি লেপ,
সারাটাদিন আরো কিছুই
দিচ্ছে সবাই খেপ।

বাড়ির পরে বাড়িতে সব
শীতে চুপুর চুপ,
ঠিক এসময় সূর্যটাও
দিলো কোথায় ডুব?

শীতের ভোরে বাতাসটাও
বইছে এলোমেলো,
এইনা শীতে শরীরখানা
অবশ হয়ে এলো।

সকাল দুপুর যায় চলেরে
ছাড়ছে না তাও ঘর,
শীতের বরফ আজকটাদিন
করছে অনেক পর।