আঁচলে ঢাক মুখ খানা তোর
চুল খুলে দে মুখে,
মায়াবী তোর চাঁদনী জ্যোতি
ঝিলিক মারে বুকে।


কোথাও নেই একটু ভ্রম
তোরই মুখোচ্ছবি,
তুই স্বপনে স্বপ্ন আমার
গোলাপ রানী রবি।


তোর চেহেরার হীরের ধারে
কতই যুবক নীল,
তুই সকলের লালার পানি
পাগল সবার দিল।


মুখ লুকিয়ে রাখনা প্রিয়
না দেখিয়ে লোক,
তুই হয়ে যা প্রানের প্রিয়
চাঁদ তারা ফলক।