সৌখিন সূর্যটা রাগে রাগে ফুলছে,
নিস্তেজ ফুলগুলি কলি ফেলে দুলছে।
ঝরঝরে পোড়া রোদ মস্তক জ্বলছে,
আগুনের হাওয়া বুকে কলিজা গলছে।
মরীচিকা মরু বুক ঐ কাটে পিপাসা,
ধোয়া চোখ মিছে দৌড় মিটে বলো কি আশা।
গাছ তলা বটছায়া দাবদাহ পানতি,
ঘর দোরে লুহাওয়া কোথা নাই শান্তি।
টোপরের নীচে ভ্যান চালক যায় বাইরে,
অফিসের নীচে স্যার বিদ্যুৎ নাইরে।