নোনার মাঝে মিষ্টি পানি
সুরভিত প্রাণ,
তপ্ত মরুয় বৃক্ষ বাঁচে
প্রভু তোমার দান।


সিন্ধু নদী উপচে ওঠে
ঝর্ণার আহবান,
উগরে সাগর মুক্তো আনে
প্রভু তোমার দান।


শীত বর্ষা গ্রীষ্ম আসে
সতেজ ফুলে ঘ্রাণ,
চাঁদ সূর্যের আলোক ছটা
প্রভু তোমার দান।


কানন ভরে ফুল ফুটেছে
মৌমাছি গায় গান,
আসমানে রং নীল হয়েছে
প্রভু তোমার দান।


এক সাগরে দুটি স্রোত
দুই দিকেতে বাণ,
অপার এসব মহিমা হায়
প্রভু তোমার দান।


সূর্য দিনের, আলো রাতে
চমকে ওঠে প্রাণ!
তারার আলো রাতকে সাজায়
প্রভু তোমার দান।