চাতক চাহিয়া আনিবে যেই
সুরভী তনু মন,
অম্বরী এ বিলীন খাঁচায়
তোমারী আগমন|
চন্দ্র ফাটানো আঘাত যারা
সুরুজ পোঁড়া দিল,
নাচিল আধার আকাশ হাসিল
অবনী অনাবিল|
ফুটিল ফুল পাপড়ী মেলিয়া
সুমুখে শত শত,
পবন নিলয় হিংস্র দানব
হয়েছে অবনত|
তেষ্টা বুকের ছাতি কাঁপানো
রোদ্দুর ময় মরু,
মখমল গাঁলিচে ছাদ হইল
চির সবুজের তরু|
জ্যোৎস্না ছিটায় তারকাপুন্ঞ্জ
মিটমিটি জ্বলে রাতে,
দিনের আলোক চাঁদ ফোয়ারা
মিল মিলালো তাতে|
অনুভবে নূর মোবারক
স্বরুপী উন্মাদ,
ধন্য এ বুক ধন্য ধরা
প্রিয় মোহাম্মাদ|