শত জন থতমত
কত হার্ট দূর্বল,
হাড়ে সার লিকলিক
মন তবু চঞ্চল।
গালে ভাজ খালি পেট
চাঁদ রুপ মুখটি,
রোজাময় বীর বেশ
ফুলে বড় বুকটি।
মিশে চলা ধনী কুলি
এক সারি সাজানো,
পৃথিবীর সব খানে
এই ছবি আকানো।
দলে দলে ইফতারী
গমগম মসজিদ,
সেহরীর সুরে ভাঙে
মধুময় সুখ নিদ।
ভাল লাগে এই চলা
ইবাদত মশগুল,
এই মাসে শুধরাই
ছোট বড় সব ভুল।
আল্লাহ এক তিনি
সপি এই নাম যপ,
প্রভু মোর ক্ষমা করো
গুনাহ সব করো মাফ।।।