হাজার পথে ঘুরছি আমি
ঘুরছি কত বেশে,
নেয়না আমায় কেউতো বুকে
অতি ভালবেশে|
কেউতো ডেকে কয়না কথা
থাকছি যখন দূরে,
মায়ের স্মৃতি তাইতো টানে
গভীর মায়ার সুরে|
বলতো মা যে ওরে বাছা
থাকিস কেন দূরে,
আয়না ফিরে আপন নীড়ে
বুক জ্বলে যায় পুড়ে|
একটু আমি আড়াল হলে
মনটি মায়ের কাঁদে,
নয়নে জল দুচোখ আমার
গুমরে আতনাদে|
শ্রম সুত্রে শহর এলাম
বুঝছি যেন আরো,
সব চেয়ে যে ছিল মায়ের
ভালবাসা গাঢ়|
হেথায় ভাসে মায়ের ছবি
নগর পোড়া কাঠে,
মায়ের মায়া ডাকছে আমার
সোনার গাঁয়ের মাঠে|
তোমার শাসন টানছে আমার
সবুজ লতার ঘাসে,
তুমি আছো শিমুল গায়ে
শহর আমার পাশে