অন্তর জুড়ে উষ্ণ ব্যথা
আলতো আবেগ তাতে,
অজানা ঢেউ আছড়ে পড়ে
পূণিমা ঐ রাতে|
মধুর আমার সারাটি খন
একলা ভাবি যখন,
জীবন আমার সুখ পরশে
এলোমেলো তখন|
মনটি তাহার আকাশ বড়
সাগর নীলের হাসি,
ছায়ায় শুধু জড়িয়ে তারে
অনেক ভালবাসি|
খিল খিলানো নাচিয়ে সে যে
যখন করে হাসি,
চোখ হরিণী মায়ার টানে
দেখতে শুধু আসি|
চলনে তার চম্পা বকুল
পাপড়ী নুয়ে থাকে,
লজ্জাবতী মন হারিনী
মুখ গুটিয়ে রাখে|
ফুল ফুটানো একটি বাগান
ভরে যখন ফোটে,
বাগান ভরা সেই কাননে
মনটা আমার ছোটে|
আনমনে নেই একটি গোলাপ
শত ফুলের মাঝে,
মনের চাওয়া তোমায় পাওয়া
আর কিছু চাই না যে|