আজকে আমার আকাশ খানি
অনেক বেশী নীল,
হয়নি যে ঘুম অনেক ক্লান্তি
স্বপ্ন অনাবিল|
সাগর গড়ে পানির ভাজে
ঢেউয়ে তালিম সুর,
সিঁদুরে মেঘ মাতাল হাওয়া
করিছে ভাংচুর|
ডানায় বাঁকা উদাস পাখি
ঝাপটিয়ে যায় শেষে,
কত্ত পথের নিবিড় আয়েশ
  রাতের ঘরে মেশে|
বিল কুড়ানো ডাহুক পাখি
লক্ষ শতদলে,
ঠোট ডুবিয়ে ভেজায় গলা
ফুল মাধুরী জলে|
শক্ত না রয় তখন এ মন
একাই একা দূরে,
রঙ্গিলা মন বদ্ধ আছে
ঐ যে অচিন পুরে|