নোলক দুলে শ্লোক বলে
বালা বানান দুলদুলি,
মনের সুখে বনের পথে
সবুজ দেশের ফুলতুলি|
পথম মুখে সবার বুকে
মাতৃভাষা বাংলা চাই,
সব দেশেরই নিজের স্বরে
ছোট শিশুর কান্নাটাই|
ধানের ভূমি গানের পাখি
ফুল ফুটানো পরিবেশ,
বণমালায় স্বণ দোলায়
সোনালী এই বাংলাদেশ|
বায়ান্নতে ছাত তরুন
গুলির নলে শহীদ হয়,
সেই শহীদের শপথ নিলাম
বাংলায় হলাম পরিচয়|