হালকা বাতাস চুপি চুপি
পিছন বেয়ে আসল রে,
শীত ছম ছম শীতের কাঁপা
দাত খেলিয়ে হাসল রে|
দিগন্তে ঐ ধোয়ার মিছিল
সন্ধারাগে ফুটতেছে,
আকাশ টাতে নয়ন জলে
কুজ্ঝটিকা লুটতেছে|
তরু ছায়া আস্তে করে
কম হয়েছে লম্বাতে,
রাতের কালো দৈঘে বড়
দিন হয়েছে কম তাতে|
কাথায় মুড়ি শীতের বুড়ি
ডুব দিয়েছে রাতে রে,
আইল বুঝি শেষের খেয়া
শীত মরনের সাথে রে|