লালশাক আলু কচু
ডাল বুট বাটিয়া,
আন হাবু হাট থেকে
তাড়াতাড়ি হাটিয়া|
মা'র কথা শুনে হাবু
থলে ধরে দাড়িয়ে,
লালশাক আলু কচু
বলে মুখ বাড়িয়ে|
সারা পথ জপ করে
মাঝপথ এসেছে,
ইট লেগে দুটি পা
রক্তে ভেসেছে|
লালশাক কাল কচু
বলে যেই দাড়াল,
রাস্তার বুনো গরু
যম মত তাড়াল|
থলে গেল বিল পথে
হাবু এল বাজারে,
দম ধরে তাড়া খেল
কতখানি সাজা রে!
থলে নেই গামছায়
ভরে নিল ভাজা বুট,
কাচকলা কালকঁচু
নিয়ে এল অদ্ভুদ|
বলে মা হাবু তুই
আনলি যে এ কি?
ঝালবুট আনব মা
পরে গেলে দেখি|
হায় মোর বাজারের
এ কোন ফদ,
ছেলে খানা পড়েছিল
বাজারের পদ|