দেশ ছিল ভরা কত
জামরুল ফলে,
ডালিমের লাল দাত
সব দিত বলে|
কাচা ঝাঁল লাল লাল
গোলগাল গালে,
ঝেঁঝে ওঠে গলাবুক
বোঝে চুলকালে|
বন্ধু তো টক ঝাঁল
টমেটোর স্বাদে,
লিচু আম চাটনীর
পরিচয়ে বাঁধে|
ফুল ধরা পাপড়ীর
ভাজে ভাজে মৌ,
স্মৃতি গাথা গল্লে তো
মাথা গুজে রও|
হাসি গান কৌতুক
বুক কাপা হাসি,
এইগুলো পেতে তাই
ফিরে ফিরে আসি|