বললে কী! ভূলে গেছি
তুমি ও যাও,
মন নাকি কল্পনা
ফিরিয়ে নাও|
হয়েছে খুব কত
মন দেয়া নেয়া,
এই বেলা বেয়ে আসি
ও পারের খেয়া,
তুমি ছাই!পারো নাতো
চাকরী নিতে,
তাই চাই বড় কিছুর
পরিচয় দিতে,
সবে তো শুরু হল
কত মাখামাখি,
এই সুখ মাঝে কেন
করো ডাকাডাকি|
থমথমে থমথমে দিকহারা
দূর নভ মেঘে,
তাজা হতে চাওয়া মন
ধীর কোন বেগে?
সোনামনি মন মোর
এক একা পাখি,
উড়ে যেতে চায় মন
মুক্ত এ আখি|
কেন বাঁধো দুটি হাত
পুরাতন ডাকে,
কত শুনি ভালবাসি
তোমার ঐ মুখে|
অবারিত টাকহীন
নেই চুলো ঘর,
মন শুধু পেম নিয়ে
হবে বালুচর|