যেতে চাই বহুদূর
বৃষ্টিটা থামলেই,
ঝরঝর ঝরছে তো
থামবার নাম নেই|
এই থামে এই আসে
বুকটা যে ধুকছে,
একা বসে কাটে বেলা
মন থাকে চুপসে|
সূযটা দেখা নেই,
চাঁদ থাকে আধারে,
পিছলানো পথ-ঘাট
বাবা!বেশ কাদা রে!
জোর করে বের হব
কই বলো ছাতাটা,
পঁচা কাদা ছিটকিয়ে
ভিজে দিল মাথাটা|
তার চেয়ে ভাল এই
ঘরে দেই কাটিয়ে,
হৈ হৈ মজা গানে
দেই দম ফাটিয়ে|