বরব নতুন বর্ষ আমি
হর্ষ বিষাদ দ্বন্দে,
কেননা এক বিশাল আকাশ
দুঃখ আমার কন্ধে|
ফুটন্ত এক বন্ধু ছিল
কতই সে যে মিষ্টি,
মুখ অপরুপ দুঃখে আবার
নামত চোখে বিষ্টি|
ফাকা দাতের ফোকলা হাসির
চনমনে যে লোকটি,
অকারনে হাসির চোটে
বন্ধ হল ঢোঁকটি|
লাল রঙা এক চাদর ছিল
জালের মত ছাকনী,
ছেড়া তালি শেষ হল সে
শেষ বারেরী ডাকনী|
ভাঙার মুখে গড়ার আবেগ
ভাঙল রে ভূল মনে,
এখন আছি কাছাকাছি
আপন বুকের কোনে|
শত রকম চলা বলা
সৃষ্টি যত চাউনি,
বৃষ্টি ঝরা দুখের নিনাদ
ছেয়ে রাখা ছাউনি|
বিবাদ বিষে ভরা এদিন
সুখের ছায়ার দৃশ্য,
একাকারে নতুন হও
দেখুক সারা বিশ্ব|