ছোট্ট করে বলছে কথা
মায়ের শেখা বুলি,
সবার আদর নিচ্ছে কেড়ে
মিষ্টি মেয়ে তুলি।

গল্প শোনে গল্প বলে
জড়ানো তার ভাষা,
পাখির মত কি যেন কয়
শুনেই লাগে হাসা।

সারা বাড়ি বেড়ায় ঘুরে
কচি কচি পায়ে,
মাতিয়ে রাখে বাড়ি ছাড়াও
পাড়া এবং গাঁয়ে।

দুষ্টুমি আর কথার ঝাঁঝে
সবাই পাগলপারা,
আবদারে তার ভাইবোনেরা
কেবল দিশেহারা।

সারাবেলা খেলা শেষে
সন্ধ্যায় ফিরে আসে,
বাবা-মা তার মন-আনন্দে
আড়ে আড়ে হাসে।