ছোট্ট ডোবায় পুঁটি ছিলো
ঘুরতেছিলো ভালো,
দু’চোখ মেলে দেখতেছিলো
অন্ধকারের কালো।

লুকোচুরি খেললে তারা
পুলিশ হবে লাটাই
টেংরা-গজার পড়লে ধরা
হতেই হবে ছাঁটাই।

অন্ধকারে কে লুকালো
রুই পোনা না কই!
বিকেল হলে তারা এমন
করে রে হইচই!