পড়ছে চোখে রোদের আলো
ঘুমটা তবু লাগছে ভালো
হারিয়ে গেল ভোর,
কখন দিলো ভোরের আজান
নামায শেষে ফিরছে বা'জান
চোখে দেখছি ঘোর।


গভীর রাতে নেশার দলে
বন্ধুরা যেই গেছে চলে
ফিরছি তখন বাড়ি,
মা নিয়েছে কাছে টেনে
সে গিয়েছে সবটা জেনে
বাবায় কেন আড়ি?


এই পৃথিবীর নিয়ম কানুন
ইচ্ছেমত সবাই মানুন
তবেই হবে ভালো,
বাবার এমন নীতি কথা
ভাংছে আমার স্বাধীনতা
মুক্তি আমার আলো।