বুক জ্বলে কার তরে
ধুক ধুক ধুকনি,
জ্বলে পুড়ে ছাই করে
শ্বাস বায়ু অগ্নি|
দেহ মন কার তরে
জপেছিল যাদুতে,
হৃদ মন জুড়ে ছিল
মায়া ময়ী বাহুতে|
কার তরে দেহ চিরে
বের হত জানটা,
এক ফোটা হাসি মুখ
ফিরে দিত প্রাণটা|
যার তরে দিল মন
এত হয় দীপ্ত,
সেই নাকি দূর কোন
অতিথীতে লিপ্ত?
হায় প্রেম বুকে চাঁপা
বুক ভরা বেদনা,
নিজে রও সুখী হও
পর তরে কেদনা|