দুইহাজার সতের সাল
আগস্ট মাস জুড়ে,
স্মরণকালের ভয়াবহ রুপ
মনটা গেল পুড়ে।


স্রোতের ডাকে উঠছে ভরে
বিল ও খাদে পানি,
ছাদ ডুবেছে চাল ডুবেছে
বন্যা এতখানি।


শয়ের পরে 'শ' মরেছে
মৃত্যুপুরীর মিছিল,
লক্ষ মানুষ ঘর ছেড়েছে
পথ হয়েছে পিছিল।


এই শতকের মত বন্যা
আর দেখিনি কেউ,
শক্তি সাহস ডুবিয়ে দিল
আগ্রাসী সব ঢেউ।


একাকার মাঠ বিরানভূমি
একসাগরের তীর,
এমনতরো পানির গাঁয়ে
মানুষ হারা নীড়।