আকাশ দেখো নীল
তার ভেতরে মেঘ সাদারা
ঘুরছে অনাবিল।

পুকুর দেখো জল
কানকো মাছের পাল তুলে দেয়
কেমন অনর্গল!

পাখি দেখো নাও
এসব দেখে শিখতে তুমি
শুধুই দেখে যাও