সুগন্ধ মৌ মন বাগানে
সুরভিত আখি,
দৃষ্টি জুড়ে নন্দিত হই
খুশি কোথায় রাখি।


প্রকৃতি আজ নুইয়ে আছে
সিয়াম সাধনাতে,
আকাশ ছাড়ে কোমল বাতাস
গুড়ি বর্ষার সাথে।


যেদিকে চাই মিষ্টি আমেজ
একটি মাসের সুধা,
রমজানের এ পবিত্রতা
মেটায় সকল ক্ষুধা।


এই পৃথিবীর গোলক ধাধায়
মানুষ সবাই ভাই,
প্রভুর এ যে অপার রহম
কোথায় বলো পাই।


বিলিয়ে দিলাম জীবন খানা
নামায রোযার তরে,
প্রভু আমায় দাও এ শক্তি
দূর্বল এ অন্তরে।