আহাজারি প্রাণচারী
ধুক ধুক বুকটা,
দিন গোনে মৃত্যুর
মায়াময় মুখটা|


কেউ কাঁদে প্রিয়হারা
কারো বুক জ্বলছে,
জ্বর,ব্যথা, হৃদরোগে
ঘুমহীনে ঢলছে|


কাঠফাটা উড়ো কাশ
বুকে নিয়ে ধুকছে,
গুড়ো হাড় ভাঙা পা
স্বপ্নকে লুটছে|


চিৎকারে হাওয়া গুলো
নভে গিয়ে পাকছে,
বিষাদের নীল রং
শেষ খেয়ায় ডাকছে|


ছুটোছুটি কত এই
ডাক্তার আলয়ে,
মুনাজাত বিধাতার
আরোগ্য আনো হে|