মুখ ফুটিয়া যে কথাটি
সহজে বলা যায় না,
চোখ যে মনের কথা বলে
ভীতর দেখা আয়না।


চোখ বলে দেয় মিষ্টি কথা
চোখে চোখে হাসি,
চোখের ভাষায় বলতে শুনি
ভালবাসা বাসি।


প্রিয়ার চোখের চাউনি ভাল
সুখের সময় তারে,
চোখ টিপে কেউ মস্ত বড়
আঘাত হানতে পারে।


বোবায় বুঝে চোখের ভাষা
ছোট্র ইশারাতে,
চোখ দিয়ে কেউ কোমর দুলে
কেমন ভেংচি কাটে।


স্বপ্ন বোনে চোখের কোনে
যখন ঘুমাই রাতে,
অশ্রু ঝরে দুঃখ পেলে
কাজল আখি পাতে।


চোখের আলো চোখের মনি
পিতা-মাতার ছেলে,
কেউ হয়ে যায় চোখের বালি
একটু ধোকা খেলে।


চোখ দিয়ে সব বিশ্ব দেখি
চোখের তারা জ্বলে,
চোখ জীবনে সবার তরে
মনের কথা বলে।