ওজন আমার অনেক বেশী
মুষড়ে আছি ঘরে
শরীরজুড়ে স্মৃতি মনে
ইলিকঝিলিক করে।

অন্ধকারে আছি পড়ে
নীরব কাঠের ফালি,
বারুদপোড়া গন্ধ কোথায়,
শরীরজুড়ে কালি!

মনে পড়ে একাত্তরে
গুলিভরা পেটে,
ঘায়েল করে হটিয়ে দিলাম
শক্ত হাতে এঁটে।

চাষী-শ্রমিক, আমার দ্বারা
দিয়েছিলেন চষে,
আবার যেতে চাই যেতে তাই
শত্রু এলে ধ্বসে!