ফেনা তুলে হানা দেয়
খাল বিল থৈ থৈ,
কিল বিল মাছ করে
স্রোতমুখে হৈ চৈ।


ঢেকে রাখে কালো মেঘ
দিন ভর বর্ষা,
ডুবে সব একাকার
চারিদিক ফর্সা।


ডানা ঝেঁড়ে পাখি চুপ
নেই আজ দলবল,
ডোবা-নালা ভরে উঠে
পানি করে টলটল।


ঘর ছেড়ে মাঠে যায়
টোপরের চাষী ভাই,
ঝকমক রুপ দোলে
কদমের ডালে তাই।