আমরা উষায় ফুল ফোটালাম
আযান শোনা ভোরে,
তোমরা তখন ঘুমিয়ে ঢলো
অন্ধকাতর ঘোরে।


পদ্মপাতার অন্তরে
নেতিয়ে পড়া কণ্ঠরে
জাগিয়ে তোলো বজ্রসমান
লুকিয়ে থাকা মন্তরে।


আমরা কঠিন জয় আনিলাম
মায়াবী এক সুখ,
তোমরা আধার নিকোষ কালোর
জ্বলন্ত এক মুখ।


গুড়িয়ে ফেলো বদ্ধদ্বার
ছিড়ুক কালোর ছন্দতার
দিগ্বিদিকে ছড়িয়ে পড়ুক
নবরুপের কর্ণধার।


আমরা সুখের প্রেম আঁকিলাম
আগুন নদীর ঘাট,
তোমরা সুখে ভাসলেও ভাবো
অমাবস্যার রাত।


হাত করো আজ মুষ্টিধর
শক্তি বাড়াও পুষ্টিকর
তাবৎ শরীর হোক এখানে
নব্য নতুন সৃষ্টিতর।