নদীর কাছে গিয়ে শিখেছি
এতো লোক নদীতে ময়লা ফেলে
নদী তবু বয়ে চলে। তুমি আর আমাতে
এমন কি বিষ ঢেলেছো যে, আমি থমকে যাবো?


পাহাড়-কে দেখে শিখেছি
এতো যে বাতাস বয়ে চলে
পাহাড় তবু অবিচল ঠাঁয় দাড়িঁয়ে থাকে
আমার দিকে ছুটে আসা তোমার নিঃশ্বাসে
এমন কি বিষ ছিলো যে, আমি টলে যাবো?


সমুদ্রের কাছে গিয়ে শিখেছি
চাঁদের টানে সমুদ্রে বারেবারে জোয়ার আসে
তোমার টানে যদি আমি বারেবারে তোমাতে ছুটে যাই
কি এমন হয়? বলো, লোকে কেনো মন্দ বলে?