তোমার স্বার্থপর-সুখের নদীটা-কে বইতে দাও
আমি উজান স্রোতে সাঁতার কাটবো
নয়তো ভাটায় ভাসবো। নদীটা-কে বইতে দিও।
তোমার নদীর স্রোতে-ই
আমার সব কূলে ভাঙ্গন, যাযাবর জীবন-যাপন।
তবুও কখনো গতিপথ বদলে ফেলো না।
আমাকে ছুঁয়ে যেও, ছাঁপিয়ে যেও, মাড়িয়ে যেও
যতোটা ধংস করেছো, তার সহস্রগুণ ধংস করো আমায়,
তোমার স্রোতের বিপরীতে-ই গা ভাসিয়েছি; এইতো আনন্দ-
হোক পাওয়া অথবা পতন!!