আমার একলা ঘরের জানালা দিয়ে
যখন হুড়মুড় করে সন্ধ্যে ঢুকে
আমি তোমাকে নিয়ে ভেবে ভেবে দেখেছি
কেমন হয় যদি আমার মৃত্যুদিবস-টা
তোমার জন্মদিনের তারিখের সাথে মিলে যায়?
শুনেছি মৃতেরা মরে যায় আর আত্মারা ফিরে আসে
পৃথিবীতে। তাহলে আমি ভেবে রেখেছি আমার স্মরণ-সভা
আর তোমার জন্মদিনের আনন্দ-আয়োজন
একসাথে পাশাপাশি হলে আমি ঘুরে বেড়াবো
তোমাকে কেন্দ্র করে। এখন যেমন করে  
আমার সকল ভাবনায়, প্রার্থনায় তুমি কেন্দ্র আর
আমি বৃত্তাবর্ত। যদিও আমি সবসময় তোমাতে ছিলাম,
কিন্তু কখনো-ই তোমাতে অন্তর্ভুক্ত হতে পারি নি।
তাই মৃত্যুর পরও এমন-ই থেকে যেতে পারলে,
নিতান্ত মন্দ হয় না। আর কিছু না হোক অন্তত
যদি ক্ষণিক থেকে যেতে পারি, তোমার ফু’য়ে
নিভে যাওয়া মোমের ধোঁয়া হয়ে, তোমার
ঠোঁটের কোণের এক চিলতে হাসি হয়ে অথবা
তোমার হাততালির একটু শব্দ হয়ে।