গল্প তো গল্প-ই হয়
আগের'টাও গল্প, পরের'টাও তাই;
আর আমার তো কোন গল্প-ই নাই।
কার যেনো বিনাদোষে বে-খেয়ালে
দোয়াত উল্টে পড়েছিলো আমার
গল্পের খাতায়। লেখা আর সাদাপাতা
কালি মেখে একাকার, যেনো-
আলকাতরা'র বিজ্ঞাপন।
শুনেছি সফলেরা শয়তান আর
ব্যর্থ'রা-ই প্রকৃত মানুষ,
তাই অন্তত তোমা সম্পর্কিত ব্যর্থতায়
আমি প্রকৃত মানুষ।
হে সফল মহাকাল --
তোমাকে অভিবাদন! তোমাকে প্রণাম!!