জগৎ নামটি যতই ছোটো
        মানে তত ছোটো নয়,
কেও হয় রাজা,কেও হয় সুখী
        কেও  আবার পাথর বুকে জীবনে দুঃখ সয় |
আজব আমাদের এই জগৎ
        সৎ মানুষ পায় শুধু হতাশা,
অপর পথে...
        অসৎ মানুষ ঘিরে হাজার আশা |
এই জটিল জগতের মাঝে
        সত্যিকারের ভালবাসা মানে কষ্ট,
আর মিথ্যে ভালবাসা মানে
       অনেকে ভাবে এটাই শ্রেষ্ট |
এই প্রতারিত জগতে
       হাজার মনুষের হাহাকার শুনে,
হে মোর পরম দেবতা
      তুমি স্তব্ধ কোন গুনে?
তোমার ভূবনে এমন নিরাশায়
      মানুষকে ত্যাগ করতে হয় তার জীবন,
সর্বশক্তিমান তুমি কি কেবলই পাথর
     এভাবেই কাটবে মনুষের জীবন?
যদি তাই হবে ভগবান
    কেন আনলে আমাদের এই ভূবনে,
জানিনা আমরা আজও
    মোদের কান্না পৌছাবে কবে তোমার কানে????