বছর কাটে ধীরে কারো আবার গতিতে
     দিন আসে দিন যাই দোল পূর্ণিমা এসে যায়,
দোলে অনেকে হয় আনন্দে মাতহারা
      অনেকে কষ্ট নিয়ে হৃদয় ভাসায়..
দলেতে রং মাখে সকলে
কেউ মাখে লাল রং মিশিয়ে  সবুজেতে
আবার কোথাও কেও
        ভেসে যায় রক্তের স্রোতে.
সেদিন কি আসবেনা এ পৃথিবীতে
  যেদিন ভাসবেনা কেউ রক্তে,কাঁদবেনা কেউ সন্তানহারা হয়ে,
আজ মানুষ হাসে কেউ দেখে কেও ভেবে
বুঝছেনা কেও ওর ক্ষতি আজ কাল আসছে ক্ষতি মোদের ঘরে ধেয়ে..
এ কোনো নয় মোর কবিতা
  আমি তো নয় কোনো কবি,আমি তো স্বপ্নের ফেরিওলা,
স্বপ্ন করিনা ফেরি তবুও খুঁজি
হাজারো খারাপে দু একটা থাকা বিশুদ্ধ আত্মা..
কত গান,কত কবিতা আরো কত কি ছড়িয়ে
  এই পৃথিবীর আনাচে কানাচে,
আমরা তো বেছে নি নিজেদের ভালো লাগা কথা
  কবে কোথায় কে কখন কাকেই বা নাড়াচ্ছে????