তোমাকে নিয়ে কোন কবিতা রচিত
হয়না
হয়না কথার বুনন,
তুমি তো মানুষ নও,তুমি তৃতীয় লিঙ্গ ।
তোমার চলার পথে কেবল
ফিসফিসানি,কানাকানি কিছু
ভয়ার্ত চাহনি,
যেন এখনি বেরুবে কিছু অবাঞ্চিত
খিস্তি।
তোমার জন্মে হাসি নেই,ঘৃণায়
ফেরানো চোখ,
তোমার জন্মে আযান নেই,নেই উলুধ্বনির
সুর্।
মানুষের মতই চোখ,কান,মুখ চলন্ত শরীর,
তবুও তুমি মানুষ নও যেন অচেনা কোন
জীব,
তোমার জন্য অপেক্ষায় নেই কাজল
কালো চোখ,
অপেক্ষায় নেই সবল দুখানি প্রসারিত
বাহু।
তুমি কারো জনক নও,নও কারো জননী
কারণ,তুমি তো মানুষ নও,তুমি তৃতীয়
লিঙ্গ ।
তোমার দীর্ঘ রাতের
হাহাকার,আর্তনাদ দু'পায়ের মানব কে
স্পর্শ করে না,
রঙ মাখা রঙ্গের ভীড়ে তুমি এক
অভিশাপের অধ্যায়,
তোমার জন্য সভা নেই,সংলাপ নেই,নেই
বোধের দু'ফোঁটা জল,
তুমি হাতপাতা এক যাযাবর্।
জন্মাবধি তুমি জেনে যাও তুমি মানুষ
নও,
তুমি এক তৃতীয় লিঙ্গ ।
তুমি তো মানুষ নও,তুমি জ্যান্ত এক লাশ,
জন্মই তোমার আজন্ম পাপ।