ভাল্লাগে না এই তামাশার জীবন !
সে তো শুধু ভন্ডামি জোচ্চুরি
আর মিথ্যে বেসাতির
সঙ্গ-তালে জীবন-যাপন !


সমাজ-সংসার,অফিস-আদালত
কোথায় নেই নষ্টদের রাজ ?
কুকাজে পটু যারা, করছেও নিরন্তর
তারাই তো ভাল আছে আজ !


বন্ধু-স্বজন,কলিগ-মহাজন...মুখোমুখি
সবে কতো না আপন! সততা নিষ্ঠা
নিকুচি এসবে ! পদলোভী,পদলেহী
সুবেশধারীর মুখেও থাকে বিষ্ঠা...!


পুকুরের ইলিশ,মিষ্টি-বালিশ আর
যদি মেলে খাঁটি মধু গাওয়া ঘি,
যোগ্যতা ! সে যার যতই থাক...
কর্তার তাতে আসে যায় কী !


এবার বুঝুন, একটু ভাবুন
বর্ণিত সবটাই সত্যি,
যুগ-যুগের চাকারি জীবনে
আগাইনি কেন এক রত্তি !


যেখানে ছিলাম, আজও সেখানেই আছি...
কাজটাকেই যে চিরকাল ভালবেসে গেছি,
এভাবেই এক ‘অদ্ভুত-চুদিরপুত’ হয়ে  
কাটাচ্ছে জীবন পিরু ভাইয়ে !


মাঝে মাঝে তায় ভেবে মরি হায়
অসহায় সৎ জীবনটা না চাই,
আমিও যেন সেই ‘হজরত আলীর’
মতো আত্মঘাতি হয়ে যাই...!