আমি এক শিক্ষিত বেকার...
প্রতিদিন অনিয়মে ঘুম
থেকে উঠি, বাথরুমে বসে করি
বেহিসেবি জীবনের হিসাব।
ফিকে চা’র কালো রঙে
অন্ধকার ভবিষ্যত করি
নিরীক্ষণ।
দশটা-পাঁচটা ঐ বাদুরঝোলার
দৃশ্য দেখি প্রতিদিন।
কাগজের পাতায় খুঁজি চাকরির
বিজ্ঞাপণ, ব্যর্থ মনোরথে ফিরে
যাই শেষের পাতায়-
আগামী ছবিটা কী,নায়ক-নায়িকা
কে কে... রাতে বিছানায়
শুয়ে দেখি রাজপথে দেখা
মেয়েটিকে একই শয্যায়...
সঙ্গে সঙ্গে মনে পড়ে যায়
আমি তো বেকার,
আমার জীবনে তাই প্রতিদিন
শুধু হরতাল...!