মানুষ বদলে যায়,পাখিরা বদলায়
না। পাখিরা চিরকাল সেই
একই রকম, চিরকালের পাখি
হয়েই থেকে যায়...। পূর্বসুরীদের
সকল সৌন্দর্য শিল্প গীত সুর নিয়ে
তারাই চিরসত্য হয়ে জন্মায়
এই পৃথিবীতে।
মানুষের মত পূর্ব বা উত্তরসূরীদের
সঙ্গে ওরা বেঈমানী করে না, প্রতারণাও
ধাতে নেই । টাকা কড়ি স্বার্থ
সম্পত্তি ওরা বোঝে না একদমই..।
পরিযায়ী পাখিরা তাই অতিথি হয়ে
এ দেশে এসে ডিম পেড়ে বাচ্চা
ফোটায়। সেই শিশু-পাখিটি পালক
গজিয়ে বড় হয়ে এ দেশেই রয়ে
যায়...!
অামাদের পাখিদের সঙ্গে ভাব জমিয়ে
অাপন করে নিয়ে কী সুন্দর মিলে-মিশে
থেকে যায় ! তবু চরিত্রে কী অবিচল
ওরা, থাকেও চিরকাল।
মানুষও পরিযায়ী হয়,পরিযায়ী মানুষেরা
কখনও পারে না পাখিদের মত উদার
হতে, ডানা মেলে উড়তে। প্রকৃতি
তাদের দেয়নি সেই শক্তি,দিয়েছে অঢেল
বুদ্ধি। আর তাতেই যে হয়ে গেছে
পাখিতে-মানুষে ঢের পার্থক্য। এ
কারণেই হয়ত মানুষ যা পারে ,পাখিরা
তা করে না কখনও...ওদের
চরিত্রে যে মানুষের মত নেই
কোনও রকমফের !
পাখিরাও রক্ত-মাংসে গড়া, তাই---
মরে গেলে মানুষের মতই ওরাও পচে
যায়! তবু, বেঁচে থাকতে পাখিরা
কখনও রূপ বদলায় না চতুর
মানুষের মত...!


২৮।০৫।২০১৭- রাত ২টা০৫ সিনিট
রমজানপূর্ব প্রথম রাত