রাত্রির আলসে প্রোথিত প্রভাত
ধীরে খুলছে নম্র নয়নপাত।


অচঞ্চল বাহু পরে লীন চঞ্চলতা
কোন্ মন্ত্রে স্থির অধীর চপলতা !


আবেশ যেন অশেষ এই মৌনতা,
ত্যক্ত রিপু কাল যোগ সৌম্যতা।

চকিতে ধ্বনি শুনে প্রভাতি বোল
কে খুলে আঁখি মাজি স্বর্ণজল।


আলোকপূর্ণ ওই স্বর্ণ থালা
কার দৃষ্টি মাগি কাঞ্চন ঢালা।।