(বাবার কাছে ছয় বছর বয়স ছেলের আবদার, তার নামে কবিতা লিখে দিতে হবে, তাই এই ছড়ার জন্ম ৷)


তালহা বাবু ছোট্ট ভাইয়া
তুমি কিন্তু মন্দ না
মেলা থেকে কিনেছো ফুল
একটুও তা গন্ধ না
ফুলটি দেখে নাচতে থাকে
টিয়া পাখি চন্দনা
টোপর পরে আপুর পুষি
করছে কেবল বন্দনা ৷


তালহা ভাইয়া ফুল কিনেছে
টিয়া পাখি নাচ করেছে
পুষির মুখে বোল ফুটেছে ৷


তালহা বাবু ভারি খুশি
আপুও তার নন্দিনী
দেখো কেমন মজার তালে
বাদক বাজায় খঞ্জনি ৷


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০২/০২/২০১৭